ঢাকা, বুধবার, ১৫ মে, ২০২৪

ম্যারাডোনার দেহ সংরক্ষণে আদালতের নির্দেশ

প্রয়াত কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার মরদেহ ‘অবশ্যই সংরক্ষণ’ করতে হবে বলে নির্দেশ দিয়েছে আর্জেন্টিনার একটি আদালত। হৃদরোগে আক্রান্ত হয়ে গত মাসে মারা যান ফুটবলের এই মহাতারকা। রাজধানীর পাশে তার শেষকৃত্য হয় ২৬ নভেম্বর।ধারণা করা হচ্ছে, ম্যারাডোনার সম্পত্তি ১ থেকে ৪ কোটি ডলারের সমপরিমাণ। যার ভাগ চেয়ে নিজেদের ম্যারাডোনার সন্তান বলে দাবি করেছেন ৬ জন। তাদের মামলা আদালতে উঠলে ডিএনএ পরীক্ষার জন্য আর্জেন্টাইন কিংবদন্তির মরদেহ কবর থেকে ওঠানোর প্রসঙ্গ আসে আদালতে। তাই ম্যারাডোনার দেহ সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছে আদালত।


ম্যারাডোনার ডিএনএর নমুনা আগে থেকেই রাখা আছে বলে আগেই রয়টার্সকে জানিয়েছিলেন তার আইনজীবী। তবে আদালত বোকা জুনিয়র্স ও নাপোলির এই সাবেক তারকার দেহ সংরক্ষণের নির্দেশনা দিয়েছেন। বেঁচে থাকতে পাঁচ সন্তানকে স্বীকৃতি দেন আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপ এনে দেওয়া ম্যারাডোনা। কদিন আগে আরও একজন ম্যারাডোনাকে নিজের পিতা দাবি করায় জটিলতা তৈরি হয়েছে।


মাগালি গিল নামের ২৫ বছর বয়সী এক নারী দুই বছর আগে দাবি করেন, ম্যারাডোনা তার পিতা। আদালত গিলের অনুরোধের বিষয়টি তদন্ত চালানো এবং এজন্য দায়িত্বপ্রাপ্ত প্রসিকিউটির অফিসে ডিএনএর নমুনা প্রেরণের নির্দেশনা দিয়েছেন।


মারাদোনার স্বীকৃতি পাওয়া পাঁচ সন্তানের চার জন আর্জেন্টিনায় এবং একজন ইতালিতে থাকেন।

ads

Our Facebook Page